০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩২

৫ দাবিতে সড়ক অবরোধ ইডেন কলেজ শিক্ষার্থীদের

সড়ক অবরোধ ইডেন কলেজ শিক্ষার্থীদের  © সংগৃহীত

স্বতন্ত্রতা রক্ষায় ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে ঘিরে সহশিক্ষার বিরোধিতা করেন।

আজ বুধবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটের সামনের সড়কে তারা অবস্থান নেন, ফলে আজিমপুর থেকে নীলক্ষেত অভিমুখী যান চলাচল বন্ধ থাকে।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়িত হলে ইডেনের দীর্ঘদিনের স্বতন্ত্রতা, নারীবান্ধব পরিবেশ ও একাডেমিক ধারাবাহিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আন্দোলনকারীরা ৫ দফা দাবিগুলো হলো: ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা, কোনো বিভাগ বিলুপ্ত না করা, বিশ্ববিদ্যালয়ের সময় ২৪ ঘণ্টা বহাল রাখা, ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা এবং ইন্টারমিডিয়েট কার্যক্রম চালু না করা, এবং কলেজকে একমাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করা। শিক্ষার্থীরা বলছেন, এই দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা আন্দোলন অব্যাহত রাখবেন।