২৫ নভেম্বর ২০২৫, ১১:২২

স্কুলিং কাঠামোর বিরোধীতা করে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন  © টিডিসি ফটো

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্কুলিং কাঠামোতে গঠিত হওয়ার প্রস্তাবের বিরোধীতা করে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করছেন তারা। 

এ সময় উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা ‘স্কুলিংয়ের ঠিকানা, ঢাকা কলেজ হবে না’, ‘ঢাকা কলেজের আঙিনায় স্কুলিং এর ঠাই নাই’, ‘ইউজিসির কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে’ দাও ইত্যাদি স্লোগান দেন তারা।

উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী তানজিল হাসান বলেন, ‘এই প্রস্তাবিত কাঠামোর কারণে শুধু ইন্টারমিডিয়েট বিভাগই নয়, ঢাকা কলেজের গৌরবময় ইতিহাসও হুমকির মুখে পড়বে। এই প্রতিষ্ঠান শুধু একটি কলেজ নয়, এটি একটি জাতীয় সম্পদ। তাই আমরা চাই, সরকার স্কুলিং কাঠামোর পরিবর্তে এমন একটি সমন্বিত ও স্বতন্ত্র মডেল গ্রহণ করুক, যেখানে ইন্টারমিডিয়েট বিভাগ তার নিজস্ব পরিচয়ে বহাল থাকবে।’

আরও পড়ুন: ৪ তলা বাড়িয়ে হয়েছে সাত, ‘অতি ঝুঁকি’ নিয়েই মেডিকেল শিক্ষার্থীদের বাস এই ভবনে

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে পড়া ছিল আমাদের স্বপ্ন। এখানে ইন্টারমিডিয়েট বিলুপ্ত হলে দেশের লাখো শিক্ষার্থীর প্রেরণা ও স্বপ্নের ঠিকানাটি হারিয়ে যাবে। আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না যে, আগামী প্রজন্ম ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী পরিচয়ে বড় হবে। একই সঙ্গে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় গঠনের কারণে দুই বছরের উচ্চমাধ্যমিক শিক্ষা ক্ষতিগ্রস্ত হওয়াও অগ্রহণযোগ্য।’

এর আগে, গত ২৩ নভেম্বর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং কাঠামোর বিরোধীতা করে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে বিক্ষোভ করেন।