২৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনাকে সহজ করতে উপাচার্যের উদ্যোগ

উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করতে উদ্যোগ নিয়েছেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। এ লক্ষ্যে তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। 

রবিবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে সফরের বিস্তারিত জানান তিনি।

উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ লেখেন, ‘ম্যানচেস্টার এসে পৌঁছলাম। ব্রিটেনের অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে চাচ্ছে। কালকে Salford University-এর সঙ্গে Application of AI, Big Data Analytics, Joint Research এবং Faculty and Student Exchange নিয়ে সমঝোতা স্মারক সাক্ষর করবো।’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তির আবেদন শুরু ২৩ নভেম্বর, জেনে নিন বিস্তারিত

তিনি জানান, বিকেলে Salford University-তে পাবলিক হেলথ বিষয়ে তার একটি পাবলিক লেকচার রয়েছে। পাশাপাশি সমঝোতা স্মারকের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনাকে আরও সহজ করতে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা যায়, সে বিষয়েও যৌথভাবে কাজ করবে সালফোর্ড বিশ্ববিদ্যালয়।

উপাচার্য বলেন, ‘লন্ডন যাবো ২৬ তারিখে। সেখান থেকে Oxford University এবং আরও দুটি প্রতিষ্ঠানের সঙ্গে মিটিং আছে—জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে গতিশীলতা আনতে তাদের সহযোগিতা কামনা করে। লন্ডনে আরও কিছু কাজ আছে!’

তিনি জানান, পুরো সফরের ব্যয় বহন করবে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।