ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির পর ক্লাস শুরু নিয়ে টালবাহানা, মানসিক চাপে শিক্ষার্থীরা
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজকে একীভূত করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ ভর্তি কার্যক্রম নিয়ে জটিলতা পর এবার ক্লাস শুরু নিয়েও তৈরি হয়েছে নানান জটিলতা। ভর্তি নিয়ে নাটকীয়তার পর এবার ক্লাস শুরু নিয়েও টালবাহানা অভিযোগ শিক্ষার্থীদের। নোটিশ দিয়েও সময়মতো ক্লাস শুরু না হওয়ায় মানসিক চাপ ও হতাশার মুখে পড়েছেন শিক্ষার্থীরা।
নতুন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও কাঠামো চূড়ান্ত হওয়ার পূর্বেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রতিটি নবীন শিক্ষার্থী বুকভরা স্বপ্ন ও অগণিত প্রত্যাশা নিয়ে ক্যাম্পাসে পা রাখলেও বাস্তবতা তাদের হতাশ করছে। গত সপ্তাহজুড়ে অন্তর্বর্তী প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় থেকে একের পর এক নোটিশ প্রকাশিত হলেও শিক্ষকরা ভর্তি কার্যক্রমে গড়িমসি করেছেন বলে অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিও ছিল চোখে পড়ার মতো।
ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ২৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ক্লাস শুরু হয়নি। যখন প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি নিয়ে অনিশ্চয়তায় নিমজ্জিত, তখন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে ব্যস্ত। এমনকি দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষের ক্লাস চার-পাঁচ মাস ধরে চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শেষ হয়েছে ১৯ নভেম্বর। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও চলছে আবেদন গ্রহণ।
শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ দিলেও ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীরা মানসিক চাপের মধ্যে পড়েছেন। কবি নজরুল ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস শুরুর দাবিতে আজ বিক্ষোভ মিছিলও করেছেন। কবে থেকে শুরু হবে ক্লাস জানতে চায় শিক্ষার্থীরা।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, ‘আজ ২৩ নভেম্বর আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। ক্লাস শুরুর সময়সীমা বাড়িয়ে এখন ৩০ নভেম্বর করা হয়েছে। আমাদের সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যেই ক্লাস শুরু করে সেমিস্টারের প্রায় শেষ প্রান্তে, অথচ আমরা এখনো ক্লাস শুরু করতে পারিনি। এতে আমরা সেমিস্টারেও পিছিয়ে পড়ছি।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি পড়াশোনার জন্য, কিন্তু মন্ত্রণালয় আশ্বাস দিলেও ক্লাস শুরু না হওয়ায় আমরা হতাশ। বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।’
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসের একই শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিজা হাওলাদার বলেন, ‘মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে আজ থেকে ক্লাস শুরু হবে। কিন্তু ক্যাম্পাসে এসে বিভাগে গিয়ে দেখি, কোনো ক্লাসই হচ্ছে না। আমাদের ভর্তি নিয়ে নানা তালবাহানার পর এখন আবার ক্লাস নিয়েও তারা তালবাহানা শুরু করছে। ক্লাস শুরুর এই অনিশ্চয়তায় আমরা মানসিক চাপে পড়েছি। প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিক এবং ক্লাস শুরু হওয়ার বিষয়ে স্পষ্ট ঘোষণা দিক।’