১৬ মে ২০১৯, ২১:২২

মেধাবী রিয়াদ বাঁচতে চায়

  © সংগৃহীত

১৫ দিন আগেও যে ছিল সবার মতই স্বাভাবিক। ভাগ্যের নির্মম পরিহাসে সে আজ মৃত্যু পথযাত্রী। ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী রিয়াদকে বাঁচাতে ১টি বি পজিটিভ কিডনির প্রয়োজন।

রিয়াদ ঢাকা কলেজের গণিত বিভাগ থেকে এবার মাস্টার্স পরীক্ষা দিয়ে ফাস্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। মেধাবী এই শিক্ষার্থী জীবনের সকল পরীক্ষায় রেখেছেন কৃতিত্বের ছাপ। তবে কি সে মৃত্যুর এই পরীক্ষায় হেরে যাবে? রিয়াদ বাঁচতে চায়। মানুষের সহানুভূতিই পারে তাকে বাঁচাতে।

রিয়াদের সাথে কথা বলে জানা গেছে, খুব দ্রুত কিডনি ট্রন্সপ্লান্ট করা না গেলে তাকে আর বাঁচানো যাবেনা। সে সমাজের মানুষের কাছে তাকে বাঁচানোর আকুতি জানিয়েছেন।

রিয়াদের সংক্ষিপ্ত পরিচিতি :

নাম: খন্দকার গোলাম রেজা (রিয়াদ)
পিতা: খন্দকার গোলাম হোসেন
প্রতিষ্ঠান : নোয়াখালী সরকারী কলেজ (অনার্স)
ঢাকা কলেজ (মাস্টার্স)

গ্রাম: ছাতার পাইয়া
পো: ছাতার পাইয়া বাজার
থানা: সেনবাগ
জেলা: নোয়াখালী।
মোবাইল: ০১৮৩১-৫৬৭৬২৯