৩৫ দিনের দীর্ঘ ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আসন্ন পবিত্র রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকাল উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী ১৯ মে থেকে ২৩ জুন পর্যন্ত টানা ৩৫ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস। বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম সাক্ষরিত বিজ্ঞপ্তির মারফত এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১৯ মে (রবিবার) থেকে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ২ জুন (রবিবার) হতে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। ক্লাস বন্ধ থাকা সময়ে কোন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকলে তা গ্রহণ করা হতে পারে।
উল্লেখ্য, ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তরসমূহ ২৩ জুন (রবিবার) থেকে যথারীতি শুরু হবে।