১৩ নভেম্বর ২০২৫, ২৩:৪২

প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪ প্রার্থী

জকসু নির্বাচন  © টিডিসি গ্রাফিক্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪ জন প্রার্থী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শহীদ সাজিদ ভবনের নিচ তলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে জকসুর মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে জকসু নির্বাচন কমিশনের সদস্য সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান ইসলাম বলেন, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে মোট ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন।

তবে ছাত্রী হল থেকে কোন নারী শিক্ষার্থী হল সংসদ নির্বাচনের উদ্দেশ্যে কোন মনোনয়ন পত্র গ্রহণ করেনি। হল সূত্রে জানা গেছে, জবির একমাত্র ছাত্রী হলে মোট ভোটার সংখ্যা ১হাজার ২৩৭ জন। ছাত্রী হলে ছাত্রদল, ছাত্রী সংস্থা ও ডিবেটিং সোসাইটির একটি প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, গতকাল (বুধবার) জকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী তফসিলের ক্রম-৬ অনুযায়ী আগামী ১৩/১১/২০২৫, ১৬/১১/২০২৫ ও ১৭/১১/২০২৫ তারিখ বৃহস্পতিবার, রবিবার ও সোমবার কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ শহীদ সাজিদ ভবনের নিচ তলায় ও পরিবহন অফিসের পাশে অবস্থিত জকসু নির্বাচন কমিশনারের কার্যালয় (সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত) এবং হল শিক্ষার্থী সংসদ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল-এর অফিস কক্ষ থেকে (সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) প্রার্থীকে সশরীরে সংগ্রহ এবং ১৭ ও ১৮ নভেম্বর বেলা ৩টার মধ্যে দাখিল করতে হবে।

এতে আরও বলা হয়, জকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা ত দেওয়া যাবে না ।

উল্লেখ্য, এবারের মনোনয়নপত্র কেন্দ্রীয় শিক্ষার্থীদের মূল্য ৩০০ টাকা এবং হল শিক্ষার্থী সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।