১২ নভেম্বর ২০২৫, ২১:১০

চুরি ঠেকাতে ব্যাগে তালা ঝুলিয়ে অভিনব প্রতিবাদ

মুসলিম ছাত্রাবাসের সামনের খুঁটিতে ঝোলানো ব্যাগ তালা দিয়ে আটকে রাখা হয়েছে  © টিডিসি

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা অভিনব এক প্রতিবাদের পথ বেছে নিয়েছেন। ছাত্রাবাসের সামনে ব্যাগ শুকাতে দিয়ে তাতে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। প্রতীকী জানিয়ে দিয়েছেন, চুরির ভয় এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যাগও আর নিরাপদ নয়। 

শিক্ষার্থীরা বলছেন, বারবার চুরি হলেও কলেজ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ব্যাগ ঝোলানোর ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা ও হাস্যরসাত্মক সমালোচনা। 

ফেসবুকে আফসানা আক্তার মন্তব্য করেছেন, ‘ব্যাগে ঐ অংশটা তেমন কাজে আসে না, ব্যাপার না, সিস্টেম জানা আছে। আরেকজন মাহমুদুল রহমান লিখেছেন, এতো বুদ্ধি মানুষের মাথায় আসে কীভাবে।’

এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের সাইকেল, ল্যাপটপ এমনকি পোশাকও চুরি হচ্ছে। তাই আজ আমরা প্রতীকী প্রতিবাদ করেছি ব্যাগে তালা দিয়ে দেখাতে চেয়েছি পরিস্থিতি কতটা ভয়াবহ।’

মুসলিম ছাত্রাবাসের বাসিন্দা খালিদ সাইফুল্লাহ বলেন, ‘নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকলেও চুরি বন্ধ হচ্ছে না। প্রশাসনের উদাসীনতার কারণে ল্যাপটপ, ফোন, সাইকেল হারানোর ঘটনা প্রতিনিয়ত ঘটছে। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলেও তাদের আনাগোনা এখনো লক্ষ্য করা যায়।’

আরেক ছাত্রাবাসের বাসিন্দা আসাদুল্লাহ জানান, ‘হোস্টেলে প্রতিদিনই কিছু না কিছু চুরি হচ্ছে। এখন নিজের নিরাপত্তার কথা ভেবেই ব্যাগ পর্যন্ত তালা দিয়ে শুকাতে হয়।’

শিক্ষার্থীরা ছাত্রাবাসের নিরাপত্তা জোরদার। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।