এবার রাবির সেই বাগানের সব লিচু পেড়ে নিল ছাত্রলীগ!

  © সংগৃহীত

একদিন আগে মঙ্গলবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন লিচু বাগানে রাতের বেলা লিচু পাড়তে গেলে প্রহরীদের হাতে ধরা পড়েছিলেন শাখা ছাত্রলীগের আট নেতা-কর্মী। বাগানের প্রহরীরা তাদেরকে বাঁশ-লাঠি দিয়ে মেরে গুরুতর আহত করেছিলেন। ওই ঘটনার একদিন পর আজ বৃহস্পতিবার সেই বাগানের সব লিচু পেড়ে নিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের ২০-২৫জন নেতাকর্মী ওই বাগান থেকে প্রায় সব লিছু পেড়ে বস্তায় করে নিয়ে যায়। বাগানটি বিশ্ববিদ্যালয় থেকে দেড় লাখ টাকায় ইজারা নিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মনোয়ার নামে এক ব্যক্তি। সেটি এখন প্রায় লিচু শুন্য।

মঙ্গলবার লিচু পাড়তে গেলে ছাত্রলীগের আট নেতাকর্মী আহত হয় প্রহরীদের মারধরে। শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাননের দুই হাত ভেঙে যায়। এছাড়া উপ-আন্তর্জাতিক সম্পাদক মেহেদির পায়ে গুরুতর জখম হয়।

এর জেরে বৃহস্পতিবার শাখা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক উপ-সম্পাদক মনির, ছাত্রলীগ কর্মী মিনহাজ, মমিনুলসহ বেশ কয়েকজনকে লিচু পাড়তে দেখা যায়। এসময় জানতে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তারা। আগের দিনের ঘটনায় মামলা হওয়ায় বাগানে কেউ ছিলেন না। এ সুযোগে লিচুগুলো পেড়ে নেওয়া হয় বলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া সাংবাদিকদেরকে বলেছেন, ‘ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনার পর বাগান মালিক পলাতক। এখন ক্যাম্পাসের শিক্ষার্থীরা লিচু পেড়ে খাচ্ছে।’ তবে কারা লিচু খাচ্ছে তা জানেন না বলে দাবি করেছেন তিনি।

আরো পড়ুন: রাবির হাত-পা ভাঙা এই ছাত্র কি হাতুড়ি মামুন?


সর্বশেষ সংবাদ