জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি কমছে
শিক্ষার্থীদের অসুবিধা বিবেচনা করে ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিভিন্ন কলেজ অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের নিয়ে মিটিংয়ের পর নভেম্বর ১৫ তারিখের মধ্যে এই বিষয়ে ঘোষণা আসবে।
বুধবার (২৯ অক্টোবর) এক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, ‘ছাত্রছাত্রীদের চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর জন্যে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের নিয়ে একটি মিটিং করে নভেম্বর ১৫ তারিখের মধ্যে এই বিষয়ে ঘোষণা আসবে।’
তিনি আরও বলেন, ‘আজকে আমার এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের সাথে এক জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেহেতু অনেকেই বর্তমান পরীক্ষার জন্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছে, সেহেতু অনার্স পার্ট-৪ এবং পাস কোর্স পার্ট-২ এবং আগামী অন্যান্য পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।’