২৯ অক্টোবর ২০২৫, ২০:২৫

ক্লাস শুরুর দাবিতে অনশন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২ শিক্ষার্থী

অনশনে অসুস্থ দুই শিক্ষার্থী  © টিডিসি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরু করার দাবিতে অনশন কর্মসূচি পালন করা ২০২৪-২৫ সেশনের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যজনকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ দুই শিক্ষার্থীর নাম রাশিদুল ইসলাম ও তানভীরুল ইসলাম। রাশিদুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ ক্যাম্পাসের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। আর তানভীরুল ইসলাম একই ক্যাম্পাসের বাংলা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ঢাকা সেন্ট্রাল  ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হওয়া ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে শারীরিক অসুস্থ হয়ে দুইজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

মূলত, আগামী ৩০ অক্টোবরের মধ্যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরুর দাবিতে অনশন করছেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীরা বলছেন, তারা ইতোমধ্যে ১ বছরের সেশন জটে পড়তে যাচ্ছেন। এর মধ্যে বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় পরবর্তী শিক্ষাবর্ষ ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন। কিন্তু ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী হওয়ার পরও ভর্তি কার্যক্রম সম্পন্ন ও ক্লাস শুরু তারিখ ঘোষণা করেনি কর্তৃপক্ষ।

এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কমিটি খেকে পদত্যাগ করেছেন সাত কলেজের শিক্ষকেরা। এর পরিপ্রেক্ষিতে ক্লাস শুরু ও ভর্তি কার্যক্রম শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন নতুন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া প্রায় ১০ হাজার শিক্ষার্থী।