ইবির নির্মাণাধীন ৫ আবাসিক হলের কাজ এ বছরেই সমাপ্তির নির্দেশ উপাচার্যের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন (৩য় পর্যায়–১ম সংশোধিত) প্রকল্পের আওতায় চলমান নির্মাণকাজ এ বছরের মধ্যেই সম্পন্ন করে ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রকল্পের সংস্থা প্রধান অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
গত ২১ অক্টোবর রাতে উপাচার্যের বাংলো কাম অফিসে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেন তিনি। উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের আবাসন ও একাডেমিক সংকট নিরসনে চলমান প্রকল্প বাস্তবায়নে কোনো গাফিলতি সহ্য করা হবে না।’
এ প্রকল্পের অধীনে ছাত্রদের জন্য ৩টি এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হলসহ মোট ৪ হাজার ৫০০ আসনের ৫টি আবাসিক ভবন, একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন এবং দুইটি আবাসিক ভবনসহ মোট ৯টি ১০ তলা হল নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন তিনি।
সভায় প্রকল্পের বাস্তব, ভৌত ও আর্থিক অগ্রগতির বিস্তারিত তথ্য ও সচিত্র উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী খান। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প ভিজিলেন্স টিমের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল-১) মো. আলিমুজ্জামান টুটুলসহ দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী, চুক্তিবদ্ধ ঠিকাদার এবং প্রকল্প অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।