২১ অক্টোবর ২০২৫, ১৯:৩৯

শিগগির অধ্যাদেশ জারি আশা অধ্যাপক এ কে এম ইলিয়াসের

অধ্যাপক এ কে এম ইলিয়াস  © টিডিসি সম্পাদিত

শিগগির অধ্যাদেশ জারি করবে শিক্ষা মন্ত্রণালয় এমন আশা প্রকাশ করেছেন সাত কলেজের প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে মন্ত্রণালয়ের কনসালটেশন সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি এসব কথা জানান। 

তিনি বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া নিয়ে শিক্ষার্থীদের পক্ষে বিপক্ষে বিভিন্ন সমস্যা নিয়েই এ সভার আয়োজন করা হয়েছে। প্রধান অংশীজন হিসেবে অধ্যাদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে শিক্ষার্থীরা তাদের বক্তব্য দিয়েছেন। আশা করা যাচ্ছে মন্ত্রণালয় সমস্যার বিষয়গুলো সমাধান করে শিগগির অধ্যাদেশ জারি করবেন। 

এর আগে, বিকেল ৩টা দিকে এ মন্ত্রণালয়ের এ সভা শুরু হয়। সভায় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, ইউজিসি সদস্য ড. তানজিম উদ্দিন খান, সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।