০৬ মে ২০১৯, ২১:৫৩

চবিতে সীতাকুণ্ড ছাত্র সমিতির পূর্ণাঙ্গ কমিটি

লোগো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত সীতাকুণ্ডের শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন সীতাকুণ্ড ছাত্র সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয় চাকসু ভবনে এক মতবিনিময় সভায় ১৬১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে সমিতির উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্তক্রমে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছিল। এতে সভাপতি ইকবাল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে এমরান হেসেন রাকিব মনোনীত করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সোহেল উদ্দিন, কাজী খাতিজা আক্তার, মামুনুর রশিদ মুন্না, আবু হেনা মাসুম কামাল, মারুফ হোসেন, হাসনাত তানভীর, আরেফীন ইসলাম আরিফ। সিনিয়র যুগ্ম সম্পাদক শাহেদ নুর, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন শুভ, দেলোয়ার হোসেন, আমজাদ হোসেন, কামরুন্নাহার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ফয়সাল, পাভেল বোরহান উদ্দিন নিহান, আসমা-উল-হুসনা মনোনীত হয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ইব্রাহিম সাজ্জাদ, নাতাশা ইসলাম, ইফতেখার জিয়াদ, এমরান হোসেন মামুন, পার্থ পতিন বিশ্বাস। প্রচার সম্পাদক হিসাবে রায়হান উদ্দিন, সহ-প্রচার সম্পাদক হিসেবে সাফায়াত বিন আলম সায়েম।

এছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে তানজিরুল ইসলাম জনি, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. সৈকত, অর্থ সম্পাদক হিসেবে শাহরিয়ার ইসলাম ইমন, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে সালমা সুলতানা রিপা, উম্মে হানি তায়্যিবা, শাহিনুর আক্তার শাহিন ও সালমা আক্তার মনোনীত হয়েছেন।