বিইউপি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিরপুরে পল্লবী থেকে মিরপুর-১০ পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি সাভারে টিউশন শেষে বাসায় ফেরার পথে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘মঙ্গলবার এ নৃশংস ঘটনা ঘটলেও আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এটি শুধু উদ্বেগজনকই নয়, প্রশাসনের দায়িত্বহীনতারও প্রমাণ।‘
শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সাভার রুটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালুরও দাবি তোলেন তারা।