০৪ মে ২০১৯, ১৩:১৩

৪৭ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

  © সংগৃহীত

টানা ৪৭দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে এ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। তবে ১ জুন পর্যন্ত অফিস খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিন উপলক্ষে মোট ৪৭ দিনের ছুটি শুরু হচ্ছে আগামী ৮ মে বুধবার থেকে। টানা এ ছুটি চলবে আগামী ২৩ জুন পর্যন্ত।

তবে দীর্ঘ ছুটিতে আবাসিক হল খোলা থাকবে কিনা সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক ড. আমিনুল ইসলাম বলেন, এখনও প্রাধ্যক্ষ পরিষদের মিটিং হয়নি। মিটিংয়ে সিদ্ধান্ত নেয়ার পরে জানিয়ে দেয়া হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত শুধুমাত্র ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিস খোলা থাকবে। প্রশাসনিক কাজ তথা অফিস বন্ধ হবে ১ জুন থেকে।

আগামী ২৪ জুন সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।