১০ অক্টোবর ২০২৫, ১৮:৫৬

দেশের ১৩ বিশ্ববিদ্যালয়ে বছরে নেই কোনো প্রকাশনা

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ  © টিডিসি সম্পাদিত

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গবেষণা ও উদ্ভাবনে পিছিয়ে রয়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। প্রতিবেশি দেশের বিশ্ববিদ্যালয়গুলো অনেক এগিয়ে থাকলেও অবস্থার পরিবর্তন নেই বাংলাদেশের। দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টির এখনো কোনো ধরনের গবেষণা প্রকাশনা করতে পারেনি। এসব উচ্চশিক্ষালয়গুলোতে ওই বছর প্রায় ১৭ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে সরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতের এমন বেহাল দশা উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকাশনা বলতে জার্নালে প্রবন্ধ, সাময়িকী বা কোনো গবেষণাপত্রকে বোঝানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রকাশনা না থাকার তালিকায় প্রথমেই রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ওই বছর গবেষণা খাতে বরাদ্দ পেয়েছিল ৪ কোটি ৪২ লাখ টাকা; হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২ কোটি ৭২ লাখ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১ কোটি ৭৮ লাখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২ কোটি ২২ লাখ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২ কোটি ৫০ লাখ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ১ কোটি ১৫ লাখ ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ কোটি।

এছাড়াও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ৩৮ লাখ, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬৬ লাখ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫ লাখ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২ লাখ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯ লাখ, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

জানতে চাইলে ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন বলেন, ‘ইউজিসি এসব তথ্য চেয়েছিল, তবে মনে হচ্ছে সংশ্লিষ্টরা বিষয়গুলো এড়িয়ে গেছেন। প্রকাশনা না থাকলে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়বে। র‌্যাংকিংয়ের জন্য নিয়মিত প্রকাশনা অত্যন্ত জরুরি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আরও কথা বলে জানা যেতে পারে।’