চবি আবৃত্তি মঞ্চের নতুন কমিটি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় আবৃত্তি সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ আরিফকে সভাপতি এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন রব্বানীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় নগরীর তাসফিয়া গার্ডেনে অনুষ্ঠিত সংগঠনের নবম কাউন্সিল অধিবেশনে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।
আবৃত্তি মঞ্চের সাবেক কমিটির সভাপতি রিয়াজুর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন মঞ্চের উপদেষ্টা কণা দাশ। অনুষ্ঠানে আবৃত্তি মঞ্চের সাবেক কমিটির প্রতিবেদন পেশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জেবুন নাহার শারমিন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আল ইমরান, সেঁজুতি বড়ুয়া এবং শাকিলা উম্মে নূর ইফফাত। সহ-সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। সাংগঠনিক সম্পাদক দীপ্ত বিশ্বাস। সহ-সাংগঠনিক সম্পাদক আসমাউল মাওয়া আফরিন। অর্থ সম্পাদক জান্নাতুল সাদিয়া পুষ্প। প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হাসান। সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহান আল মাফি। দপ্তর সম্পাদক ফৌজিয়া মেহনাজ এবং সহ-দপ্তর সম্পাদক প্রার্থী ঘোষ।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ ২০০০ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তির উপর কর্মশালা পরিচালনা ছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাহিরেও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।