‘স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র সুরক্ষা পাবে না’
স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র সুরক্ষা পাবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা এবং সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে সেমিনারে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা এবং সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০১৯ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্য উপস্থাপন করেন তিনি। দিবসটি উপলক্ষে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পক্ষ থেকে সেমিনার ছাড়াও সকালে একটি শোভাযাত্রা আয়োজন করা হয়েছে।
জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু, সাংবাদিক খায়রুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থা রংপুর ব্যুরোর প্রধান মামুন ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, মাছরাঙ্গা টেলিভিশনের রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সরকার, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার রংপুর প্রতিনিধি আব্দুর রহমান মিন্টু, ডিবিসি রংপুর প্রতিনিধি নাজমুল আলম নিশাত, সময় টেলিভিশনের প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।