ইবিতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের যানবাহনের দুর্ভোগ নিরসনে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আবদুর রউফের কাছে স্মারকলিপিটি জমা দেন সংগঠনটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট, সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, পংকজ রায়সহ অন্যরা।
স্মারকলিপিতে তারা বলেন, ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে জানতে পারে, তাদের অন্যতম প্রধান দাবি হলো পরিবহন পুলে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস সংযোজন। এতে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট কমবে এবং তারা সময়কে আরও ফলপ্রসূ কাজে ব্যবহার করতে পারবে। তাই শিক্ষার্থীদের প্রয়োজনে দ্রুত এই সার্ভিস চালুর অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট বলেন, ‘অনেক শিক্ষার্থী নিয়মিত কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ক্লাসে আসে, আবার কেউ কেউ শহরে টিউশনি বা অন্যান্য প্রয়োজনে যাতায়াত করে। বর্তমান শিডিউল অনুযায়ী তারা মারাত্মক ভোগান্তিতে পড়ছে এবং সময় অপচয় হচ্ছে। আমরা পরিবহন প্রশাসকের সঙ্গে বিষয়টি তুলে ধরেছি। তিনি আশ্বস্ত করেছেন, আগামী সাত কার্যদিবসের মধ্যে পরীক্ষামূলকভাবে ঘণ্টায় একবার বাস সার্ভিস চালু করা হবে। এটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।’