০৭ অক্টোবর ২০২৫, ১৭:৫৬
ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন বেরোবি উপাচার্য
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিজেই জানান।
জানা গেছে, ইউজিসি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং ১০, ১৯৭৩)-এর ৪(১)(গ) ও ৪(৪) ধারার বিধান অনুযায়ী, কমিশনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে চলতি বছরের ৫ অক্টোবর হতে পরবর্তী দুই বছরের জন্য এই মনোনয়ন প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক। তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর বেরোবিতে উপাচার্য হিসেবে যোগদান করেন।