রাবিতে ডিএনএ ও জিনোম রিসার্চ সম্মেলন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ মে ২০১৯, ১০:১০ PM , আপডেট: ০২ মে ২০১৯, ১০:১০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ডিএনএ ও জিনোম রিসার্চ শীর্ষক জাতীয় সম্মেলন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।
রাবি সায়েন্স ক্লাব ও রাবি বায়োইনফরমেটিক্স রিসার্চ গ্রুপের যৌথ উদ্যোগে ‘ন্যাশনাল কনফারেন্স অন ডিএনএ অ্যান্ড জিনোম রিসার্চ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচার অ্যান্ড হেলথ’ শিরোনামে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, টিএমএসএসের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহবায়ক অধ্যাপক নুরুল হক মোল্লা ও সহ-আহবায়ক অধ্যাপক আবু রেজা।
সম্মেলনের প্রথম দিন ডিএনএ এবং জিনোম রিসার্চ বিষয়ক তিনটি কি-নোট উপস্থাপন করেন বিশিষ্ট বিজ্ঞানী ও সায়েন্টিস্ট ইনস্টিটিউট ফর ডেভেলপিং সাইন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. ফেরদৌসী কাদরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ সালেহীন কাদরী এবং একই বিভাগের অধ্যাপক ও স্বাধীনতা পুরস্কার ২০১৯ অর্জনকারী গবেষক ড. হাসিনা খান।
এছাড়াও সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন বিষয়ে ইনভাইটেড স্পিচ সেশন এবং সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ২৫টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ২০০জন শিক্ষক ও গবেষক এবং ২৫০জন শিক্ষার্থী অংশ নেন।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত নবীন গবেষকদের উপস্থাপিত পোস্টারের মধ্য বাছাইকৃত সেরা গবেষকদের পুরস্কৃত করা হবে।