তীব্র গরমে পানির সংকটে বেরোবির ক্যাফেটেরিয়া, শিক্ষার্থীদের ক্ষোভ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ মে ২০১৯, ০৯:৪৫ PM , আপডেট: ০২ মে ২০১৯, ০৯:৪৫ PM
উদ্বোধনের পর থেকেই চা বিস্কিট ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়। গত কয়েকদিন থেকে খাবার পানিসহ প্রয়োজনীয় পানিও মিলছে না ক্যাফেটেরিয়ায়। ক্যাম্পাসের ভিতরে ক্যাফেটেরিয়ার বিকল্প কোন খাবার জায়গা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার ক্যাফেটেরিয়ার একমাত্র পানির মটরটি নষ্ট হয়ে যায়। তখন থেকেই ক্যাফেটেরিয়ায় খাবার পানি ও টয়লেটে পানির অভাব দেখা দিয়েছে। যার ফলে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত কয়েকদিন থেকে প্রচন্ড গরম পড়ায় শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্যাফেটেরিয়ায় বেশী যাতায়াত করছে। কিন্তু প্রয়োজনীয় পানি না পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের বিধান রায় নামে একজন শিক্ষার্থী জানান, ক্যাফেটেরিয়া এমন একটা জায়গা, যেখানে ক্লাসের ফাঁকে এসে সবাই বসে নাস্তা করে ও নিজেদের একটু জিরিয়ে নেয়। কিন্তু এখানে ঠিকমতো নাস্তা পাওয়া যায় না, এমন কি পানিও পাওয়া যাচ্ছে না। প্রায় এক সপ্তাহ থেকে এখানে পানি নাই, এ নিয়ে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নিতেও দেখা যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী বলেন, গত বৃহস্পতিবার থেকে পানি নাই। অন্য ভবন থেকে পানি এনে প্রয়োজন মেটাতে আমাদের খুব কষ্ট হচ্ছে।
ক্যাফেটেরিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী রেজিস্ট্রার হোসেন আল মুনতাসির এ সম্পর্কে বলেন, ক্যাফেটেরিয়ার পানির মটর নষ্ট হয়ে যাওয়ায় একটু সমস্যা হচ্ছে। তবে অন্য ভবন থেকে পাইপের মাধ্যমে পানি এনে প্রয়োজন মেটানো হচ্ছে। আর খুব দ্রুতই এ সমস্যা সমাধান করা হবে।