কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাকালীন ভিত্তিপ্রস্তর ভেঙ্গে চলছে অভ্যন্তরীণ সড়কের নির্মাণের কাজ!
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ১০:৩৬ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ১১:২০ PM
নতুন কোন ভিত্তিপ্রস্তর স্থাপন না করেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠাকালীন ভিত্তিপ্রস্তরটি ভেঙ্গে অভ্যন্তরীণ সড়কের নির্মাণ কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা বলছেন, সড়ক তৈরির কাজে প্রতিষ্ঠাকালীন ভিত্তিপ্রস্তরটি অন্য কোথাও প্রতিস্থাপন বা সংস্কার প্রয়োজন ছিল।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় অবস্থিত ভিত্তিপ্রস্তরটি ভাঙ্গার কাজ শুরু করে একদল শ্রমিক।
কর্মরত শ্রমিকরা জানান, বিশ্ববিদ্যালয়ের সড়ক সম্প্রসারণ এবং সৌন্দর্য বর্ধন প্রকল্পের জন্য এ ফলকটি ভাঙতে বলা হয়েছে। তবে ফলকটি পুনঃপ্রতিস্থাপন ছাড়াই ভাঙ্গা শুরু করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ফলকটি ভাঙ্গার সময় উপস্থিত অন্তত ১০ জন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, ভিত্তি প্রস্তরটি আমাদের অস্তিত্বের প্রতীক। এই বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভিত্তিপ্রস্তরটিকে অন্য কোথাও প্রতিস্থাপন করে ভাঙ্গা উচিত ছিলো।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক সম্প্রসারণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য ভিত্তিফলকটি ভাঙ্গা হচ্ছে। পরে এটি সুবিধাজনক স্থানে স্থানান্তর করা হবে।