৩০ এপ্রিল ২০১৯, ১৭:১৫

কুবিতে আইটি সোসাইটির নতুন কমিটি

নতুন নেতৃত্বে অনিক-শিহাব  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইটি সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফাহমিদ হাসান অনিককে সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী শিহাব উদ্দীনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার সংগঠনটির সভাপতি সাইয়্যেদ মাখদুম উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে ৫২ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে রিয়াসাত তানজীম, নাজমুল হাসান, আরিফুল ইসলাম, ও সজীব মহাজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নাসিম কিরণ, সাদমান সাইদ, মনির সামিয়া ও শিহাব আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে তাসলিম আক্তার রুমকি, তৌহিদা আক্তার, জাওয়াদ সিদ্দিকী, নিশাত জাহান ও তাবাসসুমকে মনোনীত করা হয়।

এছাড়া অর্থ সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসাইন ও প্রচার সম্পাদক আবু বক্কর রায়হানকে মনোনীত করা হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২০ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি গঠিত হয়। শুরু থেকেই সংগঠনটি ক্যাম্পাসে তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।