২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৩

ইবির টিএসসিসি পরিচালক ও ৬ প্রভোস্টের মেয়াদ বাড়ল

ইসলামী বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬ হলের প্রভোস্টের মেয়াদ বাড়ানো হয়েছে। একইসঙ্গে বেড়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালকের মেয়াদও। আগামী ১ বছরের জন্য তাদের এই পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। 

পুনরায় নিয়োগ পাওয়া কর্মকর্তারা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম শাসছুল হক ছিদ্দিকী, উম্মুল মুমীনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রশিদুজ্জামান এবং বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন।