ঢাকা কলেজে ভেঙে পড়ল সিলিং ফ্যান, বিআরবি’র বিরুদ্ধে মামলার প্রস্তুতি

ভেঙে পড়া সিলিং ফ্যান
ভেঙে পড়া সিলিং ফ্যান  © সংগৃহীত

ঢাকা কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের ২০১ নম্বর রুমে ঘূর্ণায়মান অবস্থায় হঠাৎ করেই রড থেকে সিলিং ফ্যান ভেঙে পড়েছে। আজ মঙ্গলবার ভোররাতে ওই ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এতে করে ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।

ফ্যানটি বিআরবি কোম্পানির। কিন্তু এ ঘটনায় কোম্পানির বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, মাত্র এক বছর আগে ফ্যানটি কেনা হয়। এর ওয়ারেন্টি ছিল দশ বছর। ইঞ্জিনিয়ার কোম্পানি থেকে টাকা খেয়ে এরকম নিম্নমানের ফ্যান দিয়েছে কলেজের প্রতিটি হলে।

ঢাকা কলেজের শিক্ষার্থীর কাওসার আহামেদ জানান, ভোর সাড়ে ৫ টার দিকে হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে দেখি সিলিং ফ্যানটি নিচে পড়ে আছে। ‘ফ্যানটি মাথার ওপর পড়লে হয়তো দিনটি আমাদের পরিবারের জন্য একটি ভয়াবহ দিন হতে পারত। এই ঘটনাটি সহজে ছেড়ে দেয়ার মানে নেই। যে কোম্পানি সেবার ওয়ারেন্টি দিয়ে এমন ঘাতক প্রডাক্ট বাজারে ছাড়ছে তাদের কি আমরা আমাদের হত্যার লাইসেন্স দিয়েছি?

তিনি আরো বলেন, আমরা প্রতিদিনই মৃত্যু ভয় থাকি। কোন সময় ফ্যান মাথায় পড়ে কে আহত হয়, না নিহত সেই চিন্তায় থাকি। এসময় তিনি বলেন, এবিষয় আমরা প্রথমে কলেজ প্রশাসনকে জানাবো। তারা যদি ব্যবস্থা না গ্রহণ করে তাহলে আমরা বিআরবি কোম্পানির বিরুদ্ধে মামলা করবো।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের হল প্রভোস্ট সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমি বিষয়টি শুনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। সিলিং ফ্যানগুলো গত বছর নেওয়া। এক সাথে প্রায় শতাধিক ফ্যান নেওয়া হয়েছে। ক্লাস রুমেও এই ফ্যান ব্যবহার করা হয়েছে। আমি অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করাবো। এছাড়া ৭ দিনের মধ্যে ছাত্রাবাসের সকল ফ্যান চেক করবো। কোন সমস্যা থাকলে ফ্যান পরিবর্তন করে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ