জাতীয় আইনগত সহায়তা দিবস
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটারের ‘দিনবদলের পালা’ নাটক মঞ্চস্থ
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ০৫:৪০ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৫:৪০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে ‘দিনবদলের পালা’ নাটক মঞ্চায়িত হয়েছে। রোববার রাতে কুমিল্লার জেলা জজ আদালত প্রাঙ্গনে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০১৯’ এর আলোচনা সভা শেষে এ নাটক মঞ্চস্থ করা হয়।
বাংলা বিভাগের শিক্ষার্থী তাইয়েব্যুন মিমির রচনায় এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামিম আল হাসানের নির্দেশনায় নাটিকায় অভিনয় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ক, নাবিলা, ফারাহ্, ইসতিয়াক, মোহন, নাইম, রাব্বি, মাসুম এবং সার্বিক সহযোগীতায় ছিলেন নাজমুল এবং গুলসান। নাটিকাটির মূল বিষয়বস্তু হলো বিনাম‚ ল’ লিগ্যাল এইড অফিস থেকে আইনি সেবাদান এবং সমঝোতার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করা যায় এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।
‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনাম‚ল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান'’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড এর আয়োজনে এ দিবসটি পালন করা হয়। কুমিল্লা জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আলী আকবরের সভাপতিত্বে আলোচনা সভায় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিএনসিসি রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সালাহউদ্দিন আল মুরাদসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা শেষে কুমিল্লা জেলা জজ আদালতে লিগ্যাল এইড বিষয়ক নাটিকা প্রদর্শনী করে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।