আন্দোলনের মুখে ববি উপাচার্যকে বাধ্যতামূলক ছুটি
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ০২:১৬ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০২:৪০ PM
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অবশেষে ছুটিতে যেতে বাধ্য হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা-মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হককে ব্যক্তিগত ও প্রশাসনিক প্রয়োজনে ১১ এপ্রিল ২০১৯ হতে আগামী ২৬ মে ১৯ তারিখ পর্যন্ত ৪৬ দিনের জন্য নিম্নবর্ণিত শর্তে ছুটি মঞ্জুর করছেন।
ক. উপাচার্যের অনুপস্থিতে ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
খ. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরর অনুমোদনক্রমে ও আদেশ জারি করা হলো।
উপাচার্যের বাধ্যতামূলক ছটিতে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত। তারা বলছেন, আজ আমরা সফল। টানা ৩৫ দিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে এসেছি।