২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৯

সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ প্রত্যাখ্যান তিতুমীর শিক্ষার্থীদের, ঐতিহ্য রক্ষার দাবি

সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একাংশ। তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে তিতুমীর কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা তিতুমীর কলেজকে ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় সমমর্যাদার’ একটি অধিভুক্ত কলেজ হিসেবে ঘোষণার দাবি জানান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‌‌‘বিশ্ববিদ্যালয় কোনো কোচিং সেন্টার নয়, যেখানে কেবল নির্দিষ্ট সময়ে ক্লাস করে শিক্ষার্থীরা চলে যাবে। অথচ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের নামে প্রহসনমূলক এক ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে, যা উচ্চশিক্ষা ব্যবস্থাকে বিপর্যয়ের মুখে ফেলবে।’

তাদের দাবি, সরকারি তিতুমীর কলেজের স্বাতন্ত্র্য ও ঐতিহ্য রক্ষা করতে হবে। কোনো বিভাগ বিলুপ্ত করা যাবে না বরং বাজার চাহিদা অনুযায়ী নতুন বিভাগ চালু করতে হবে। পাশাপাশি সব কার্যক্রম অটোমেশন করার আহ্বান জানানো হয় এবং ৬০ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষার ফল প্রকাশের নিশ্চয়তা দাবি করা হয়।

এছাড়া নিজস্ব ক্যাম্পাসেই পরীক্ষা নেওয়া, পূর্বে দেওয়া ৬ দফা দাবি বাস্তবায়ন এবং তিতুমীর কলেজকে বাকি ছয় কলেজ থেকে পৃথক স্বত্বায় বিবেচনার দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো: সরকারি তিতুমীর কলেজের স্বাতন্ত্র্য ও ঐতিহ্য রক্ষা নিশ্চিত করতে হবে; কোনোক্রমেই কোনো বিভাগ বিলুপ্ত করা চলবে না, বরং বাজার চাহিদা বিবেচনায় উপযুক্ত নতুন বিভাগ চালু করতে হবে; সকল কার্যক্রম অটোমেশন করতে হবে; ৬০ দিনের মধ্যে সকল বিভাগে একযোগে পরীক্ষার ফল প্রকাশের নিশ্চয়তা দিতে হবে; নিজ ক্যাম্পাসে পরীক্ষা নিতে হবে; পূর্বে আশ্বস্থ ৬ দফা দাবি অনতিবিলম্বে পূরণ করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে তিতুমীর কলেজের নাম বাদ দিয়ে এটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়-সমমর্যাদার অধিভুক্ত কলেজ ঘোষণা করতে হবে। প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধিভুক্তির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অন্যথায়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধিভুক্ত করে বিশেষ আইন পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়-সমমর্যাদার স্বতন্ত্র কলেজে রূপান্তরের দাবি জানান শিক্ষার্থীরা।