‘আমি ইডেন ছেড়ে যাব না, ছেলেদের সঙ্গেও ক্লাস করব না’
রাজধানীর ইডেন কলেজ ক্যাম্পাস ছেড়ে অন্য কোনও কোনও ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে চান না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক ছাত্রী। তিনি দীর্ঘদিন ইডেনে ক্লাস করে এখন ছেলেদের সঙ্গে ক্লাস করতে চান না বলেও জানিয়েছেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হলেও নিজ ক্যাস্পাসেই শিক্ষক ও বান্ধবীদের সঙ্গে ক্লাস করতে চান বলে জানিয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সাত কলেজের চলমান আন্দোলন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইডেন কলেজের ছাত্রী। তিনি বলেন, ‘আমি আমার ক্যাম্পাস থেকে অন্য কোনো ক্যাম্পাসে যেতে চাচ্ছি না, ছেলেদের সঙ্গে ক্লাসও করতে চাচ্ছি না। আমি সাত কলেজই চাচ্ছি। আমি আমার শিক্ষক ও ক্যাম্পাসকে চাচ্ছি। আপনারা যা ইচ্ছে করেন, আমাদের মাথাব্যাথা নেই।’
তিনি আরও বলেন, ‘এত বছর ক্লাস করার পর আবার কেন ছেলেদের সঙ্গে বদরুন্নেসায় গিয়ে ক্লাস করব। আমি আমার ক্যাম্পাস ও শিক্ষকদের সঙ্গে যথেষ্ট কমফোর্টেবল। বিসিএস ক্যাডার শিক্ষক যারা আছেন, তারা আমাদের জন্য যথেষ্ট। আমাদের পিএইচডি করা কোনও শিক্ষক লাগছে না। আমরা এই সহশিক্ষাও চাচ্ছি না, টানাটানিও চাচ্ছি না। আমি আমার শিক্ষকদের হারাতে চাই না।’
এ ছাত্রীর ভাষ্য, ‘আপনারা যদি এরকম কোনো বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারেন, যেখানে আমার ক্যাম্পাস আমার থাকবে, আমার শিক্ষক আমার থাকবে, আমার বান্ধবীরা আমার থাকবে, তাহলে বিশ্ববিদ্যালয় করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি আমার বন্ধুর সঙ্গে বসে চা খেতেই পারি, আমি এখন ১০০ ছেলের সঙ্গে বসতে রাজি নই, তাদের সঙ্গে ক্লাস করতে স্বাচ্ছন্দ্যও বোধ করব না।’
আরও পড়ুন: ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ম্যানুয়ালে উপকৃত হবেন লাখ লাখ শিক্ষক-শিক্ষার্থী’
তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা, কেন আমি আমার ক্যাম্পাস ছেড়ে অন্য ক্যাম্পাসে গিয়ে ক্লাস করব। আমার যদি পছন্দ থাকত বদরুন্নেসা, আমি সেখানে আগেই যেতাম। এখন চাই, আমাদের নিয়ে কোনো রকমের টানাটানি না হোক। তারা যেখানে ইচ্ছা যাক, কিন্তু আমাদের দাবিগুলো যেন রাখে। আমার ক্লাস, শিক্ষক, বান্ধবী রেখে তারা যেন আন্দোলন করে।’
তিনি আরও বলেন, ‘ওরা দেখাচ্ছে ক্লাস ১টা থেকে ৭টা। একটা মেয়ে ৭টার পরে কীভাবে বাসায় যাবে? আমি টিউশনি করাই আড়াইটা থেকে ৭টা পর্যন্ত। তাহলে আমি কী করব? আমার টিউশনি থাকবে না, আমার পড়াশোনার খরচ কে দেবে? রাতে আমার কলেজ থেকে বাসায় কে নিয়ে যাবে? আমার দেখাশোনা কে করবে?