পরিবারের চওয়ায় সিআইডিতে তদন্ত চলছে সাজিদ হত্যার : ইবি উপাচার্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘আমি ছাত্রদের চাওয়া অনুযায়ী তদন্ত পিবিআইয়ের কাছে দেওয়ার অনুরোধ করেছি। তবে সাজিদের বাবা সিআইডিকে হস্তান্তর করলে বর্তমানে সিআইডিতে তদন্ত কার্যক্রম চলছে। তবে এসপি আমাকে আশ্বস্ত করেছে সিআইডি যদি ব্যর্থ হয় তবে পরবর্তী সময়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ডিআইজি আশরাফসহ, দুই থানার এসপি এবং এসপি সার্কেলকে সাজিদ হত্যার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার জন্য অনুরোধ করেছি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব দপ্তরকে নোটিশ করেছি, যাতে তদন্তের স্বার্থে সব ধরনের সহযোগিতা করা হয়।
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভিন্ন হলের প্রভোস্ট এবং সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাজিদ আব্দুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ১৭ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ভিসেরা রিপোর্ট অনুযায়ী ওই শিক্ষার্থীর শ্বাসরোধে হত্যা হয়েছে বলে জানা যায়। পরে তার বাবা আহসান হাবিবুল্লাহ দেলওয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং মামলাটির তদন্তভার বর্তমানে সিআইডি'র নিকট হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যু নিয়ে ক্যাম্পাসজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধনের আয়োজন করেছে।