জবিতে ৪র্থ ইনডোর গেমস প্রতিযোগিতার উদ্বোধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৪র্থ ইনডোর গেমস প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন সম্পন্ন হয়েছে। শারীরিক শিক্ষাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাটি চলবে আগামী চারদিন পর্যন্ত।
রবিবার বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচতলায় স্পোর্টস গ্রাউন্ডে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ক্রীড়া উপ-কমিটি (ইনডোর গেমস) এর আহবায়ক ড. মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহ. আলী নূর। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও শারীরিক শিক্ষাকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতা সম্পর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মনে করছেন, শ্রেণীকক্ষের গতানুগতিক শিক্ষার পরিবেশ থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে এ ধরণের প্রতিযোগীতায় অংশগ্রহণ করা আমাদের জন্য অনেকটা আনন্দদায়ক। বিজয়ী হওয়া বা না হওয়া বড় কথা না, প্রতিযোগীতায় অংশ নেওয়াটাই মুখ্য।
প্রসঙ্গত, ৪র্থ ইনডোর গেমস প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে ১৪ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিভাগের কয়েকশত শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবে।