ডিএসসিসির উচ্ছেদ অভিযান

জবি শিক্ষার্থীদের দোকান গুঁড়িয়ে দেওয়ায় অসন্তোষ

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ PM
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দোকান

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দোকান © টিডিসি

সম্রাট বাহাদুর শাহ পার্ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-সংলগ্ন এলাকায় অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন কয়েকটি শিক্ষার্থীদের দোকানও গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সহায়তা করে।

সরেজমিনে দেখা যায়, সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে সম্রাট বাহাদুর শাহ পার্ক এলাকা ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অপরিকল্পিত বাসস্ট্যান্ডও সরিয়ে দেওয়া হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন দোকান গুঁড়িয়ে দেওয়া কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। তাদের অভিযোগ, হঠাৎ দোকান গুঁড়িয়ে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, আগেই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা অবৈধভাবে দোকান স্থাপন করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘আমরা আশপাশের অবৈধ দোকান সরানোর পদক্ষেপ নিয়েছি। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এতে বাধা দিয়ে অবশ্যই অপরাধ করেছে।’

ভারতীয় কূটনীতিক এসেও দেখা করেছেন জামায়াত আমিরের সঙ্গে, রয়টা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামের ৩ থানায় ওসি রদবদল: নতুন দায়িত্বে যারা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিসিবির ওপর সাকিবের দায় চাপানো নিয়ে মুখ খুললেন পরিচালক মিঠু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজই শেষ হচ্ছে ক্যাভালরির সঙ্গে শমিতের চুক্তি, নতুন গন্তব্য …
  • ৩১ ডিসেম্বর ২০২৫