জবি ইতিহাস বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সাথে তাঁর কার্যালয়ে অধ্যাপক সুজিত কে. ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ
উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সাথে তাঁর কার্যালয়ে অধ্যাপক সুজিত কে. ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ  © মাসুম বিল্লাহ শরীফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইতিহাস বিভাগের উদ্যোগে ‘আজাদ হিন্দের প্রাদেশিক সরকার প্রতিষ্ঠার ৭৫ বছর স্মরণ (The remembrance of 75 years of the establishment of Provincial Government of Azad Hind) বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোছা. খোদেজা খাতুনের সভাপতিত্বে কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কলকাতার ‘মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ’ চেয়ারম্যান অধ্যাপক সুজিত কে. ঘোষ এবং বিভাগের পরিচালক ড. মানদায়াত শশীকুমার।

অধ্যাপক সুজিতকে ঘোষ বলেন, ‘বাংলাদেশকে বাদ দিয়ে ভারতবর্ষের তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তৈরি হতে পারে না। ভারত ও বাংলার সংস্কৃতি অঙ্গাঙ্গীভাবে জড়িত। কাঁটাতার তাতে বাঁধা সৃষ্টি করতে পারেনি। আজাদ হিন্দের স্বাধীনতার জন্য নারীরা তাদের গহনা পর্যন্ত খুলে দিয়েছিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হাসান মফিজুর রহমান এসময় ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক কনফারেন্স শেষে অধ্যাপক সুজিত কে. ঘোষ এবং ড. মানদায়াত শশীকুমার উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোছা. খোদেজা খাতুন, অধ্যাপক ড. মোহাম্মাদ সেলিম ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ