২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৯

পরীক্ষায় নকল, মেরিটাইম ইউনিভার্সিটির ৬ শিক্ষার্থী বহিষ্কার

মেরিটাইম ইউনিভার্সিটির লোগো  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষায় নকলের দায়ে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন অনার্স এবং একজন মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থী। তারা সংশ্লিষ্ট বিষয়ের চলমান পরীক্ষাসহ পরবর্তী সকল কোর্সের পরীক্ষার জন্য বহিষ্কৃত হয়েছেন, যা কার্যত এক বছরের শাস্তির সমান বলে ।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ তাসনিম হাসনাত, বিএসসি ইন ফিশারিজ বিভাগের আব্দুল্লাহ আল রাকিব, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিভাগের যারিন ইসলাম মিম, এলএলবি ইন মেরিটাইম ল’র সফিউর রহমান সানাম ও বিশাল সরকার এবং এমবিএ ইন মেরিটাইম বিজনেস বিভাগের শামিম মিয়া।

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) লে. কমান্ডার সুশীল বড়ুয়া জানান, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা বেড়েছে। নকল ঠেকাতে বারবার সতর্ক করার পরও শিক্ষার্থীরা বিভিন্ন কৌশলে অনিয়ম করে যাচ্ছে। তিনি বলেন, ‘ছাত্ররা এখন এমনকি এডমিট কার্ডের নির্দেশনাও এডিট করে নকল করছে, যা দেশে বিরল ঘটনা।’

আগে শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ের পরীক্ষার জন্য বহিষ্কার করা হলেও, এখন তা বাড়িয়ে পুরো সেমিস্টার এবং পরবর্তী পরীক্ষার জন্য বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সতর্ক হয়।

তিনি আরও বলেন, ‘নকলের জন্য যারা বহিষ্কৃত হয়, তারা প্রায় এক বছর পিছিয়ে পড়ে। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সময়টুকু পড়াশোনায় ব্যয় করাই শ্রেয়।’