ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য জানানো হয়েছে, ফরম অনলাইনে পূরণের জন্য নির্ধারিত সময় ২৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে ফরম পূরণ ও জমা দেওয়ার মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
ফরম পূরণে অংশগ্রহণ করতে পারবেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীরা। এ ছাড়া ২০২২-২৩, ২০২১-২২, ২০২০-২১, ২০১৯-২০, ২০১৮-১৯ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরাও এই ফরম পূরণে অংশগ্রহণ করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ, কলেজে জমা এবং সোনালী সেবার মাধ্যমে ফি প্রদান সম্পন্ন করতে হবে। সময়সীমা অতিক্রমের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না, ফলে শিক্ষার্থীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফরম পূরণের সময় সব প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করা এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করা শিক্ষার্থীর দায়িত্ব। এটি ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না এবং কোনো পুনর্ব্যবস্থা গ্রহণযোগ্য হবে না।