কর্মচারী দিয়ে ক্লাস-পরীক্ষা পরিচালনার অভিযোগ, কাল সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজের স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে শিক্ষকদের আন্দোলনের মধ্যেই আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) কর্মচারীদের দিয়ে ক্লাস-পরীক্ষা পরিচালনার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মো. আব্দুর রহমান জানিয়েছেন, যেহেতু সাত কলেজের শিক্ষকরা ক্লাস এবং পরীক্ষা আজ কর্মচারী দিয়ে পরিচালনা করেছে, সে সূত্র ধরে আগামীকাল সাত কলেজে শিক্ষার্থীদের সিদ্ধান্ত মোতাবেক অনার্সের সকল ক্লাস ও পরিক্ষা শিক্ষার্থী বর্জন করে বিক্ষোভকর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিক সম্মেলন করে সমসাময়িক বিষয়গুলো তুলে ধরা হবে।
প্রসঙ্গত, আজ দুপুর ১টায় আগারগাঁওয়ে ইউজিসি ভবনের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের সংগঠন ‘বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে সাত কলেজের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজের স্বাতন্ত্র্য রক্ষার দাবি জানান তারা। শিক্ষকরা বলছেন, দেশের কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা একতরফা ও অপরিকল্পিত। সাত কলেজকে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধিভুক্ত করার যে প্রক্রিয়া চলছে, তা বন্ধ করে পৃথক স্বাতন্ত্র্য বজায় রাখার দাবি জানিয়েছেন তারা। পরে এ নিয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন।
এদিকে ইউজিসির সামনে শিক্ষকদের অবস্থানের প্রেক্ষিতে দুপুরে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে এবং ইউজিসিতে শিক্ষকদের অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।