বর্ণীল আয়োজনে নোয়াখালী কলেজের ক্লাস পার্টি উদযাপন
- আবদুর রহমান, প্রদায়ক
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ০৯:০৪ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৯:০৪ PM
হৈ-হুল্লোড়, আড্ডা, বাহারি খাবারের আয়োজন, মৌসুমে ফল, ফটোসেশন, মনমাতানো গান ও আবৃত্তি পরিবেশনের সমন্বয়ে বর্ণীল আয়োজনে নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস পার্টি উৎসব শেষ হয়েছে।
বুধবার সকাল ১১.০০ টায় কেক কেটে এ ক্লাস পার্টি উদ্বোধন করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রধান শিক্ষক অধ্যাপক ড. আলাউদ্দিন আল আজাদ। শিক্ষার্থীরা নিজেদের শ্রেণীকক্ষে এই পার্টির আয়োজন করে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক জুলফিকার আলি হায়দার, প্রভাষক মো. মাহফুজুর রহমান এবং প্রভাষক মুনির হোসেনসহ বিভাগের আরো অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
পরে ভিন্নধর্মী এক খেলার আয়োজন করা হয়। এ আয়োজনে সবার হাতে সাদা কাগজ দিয়ে সবার নাম ঠিকানা উল্লেখ করতে বলা হয়। একপর্যায়ে একদল কাগজটা প্লেন বানিয়ে উড়িয়ে দেয়া হয়। অন্যদল সেইটা কুড়িয়ে আনেন। যে যার নামের প্লেন পায় সেই তার সাথে কিছুক্ষণ শুভেচ্ছা ও মতবিনিময় করে।
অনুষ্ঠান সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, পুরো বছর জুড়ে তারা এ ক্লাস পার্টির জন্য অপেক্ষায় থাকে। বছর জুড়ে পড়াশোনায় যখন তারা একগেয়িমি হয়ে পড়ে তখন শেষের দিকে এই ক্লাস পার্টির আনন্দ ও মজা তাদের নতুন করে পড়াশোনার শক্তি ও প্রেরণা যোগায়।
উপস্থিত শিক্ষকরা জানিয়েছেন, লেখাপড়ার পাশাপাশি আনন্দ অনুষ্ঠানও মানুষের মনের বিকাশ ঘটায়। কারণ আনন্দহীন শিক্ষা শিক্ষার্থীদের যেমন মেধার বিকাশ ঘটায় না, তেমনি সেরকমের শিক্ষা ছাত্র-ছাত্রীরা বেশিক্ষণ মনেও রাখতে পারে না। এ ধরণের উৎসবে শিক্ষার্থীদের নতুনভাবে ক্লাসের অনুপ্রেরণা যোগাবে।