জবিতে মনোবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:৫৯ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৮:১২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও মাস্টার্স ২০১৫-১৬ ও ২০১৬-১৭ ব্যাচের (৭ম ও ৮ম ) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী দুটি পর্বে কর্মসূচী গুলো শেষ হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভূঁইয়া বলেন, আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরে একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যারা লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাবীদের বাচাই করে নিয়েছি। সমাজ এগিয়ে যাচ্ছে, সমাজের মানুষের মানসিকতা পরিবর্তন হচ্ছে। আমাদের ছেলে মেয়েরা ভালো পড়াশুনা করছে, চাকরীর বাজারে এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনের সুস্থতা কামনা করেন কোষাধ্যক্ষ।
জবি লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন ও মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বলেন, মনোবিজ্ঞান একটি উচ্চ মাপের পড়াশুনার বিষয়। কারণ মনোবিজ্ঞান মানুষের ব্রেন ও আচরণ নিয়ে কাজ করে। মানুষের মস্তিষ্ক নিয়ে আলোচনা বা গবেষণা করে। এর চেয়ে উন্নত পড়াশুনার বিষয় কিছু হতে পারে না। সারা বিশ্বে মনোবিজ্ঞান নিয়ে উন্নত কাজ হচ্ছে। সে তুলনায় বাংলাদেশের মনোবিজ্ঞানের গবেষণা বা মূল্যায়ন ব্যবস্থা খুব নাজুক। সমাজের ধর্ষণসহ যত ধরণের সমস্যা হচ্ছে, আসলে আমরা মনোবিজ্ঞানের এপ্রোচগুলো সমাজে না দিতে পারলে এই সমস্যাগুলো শেষ হবে না।
তিনি বলেন, আমরাই প্রথম ১৯৭১ সালে উন্নত ও আদর্শিক নাগরিকের পরিচয় দিয়েছিলাম। আমাদের সমাজের মানুষগুলো উন্নত নাগরিকের পরিচয় দিতে হবে। সরকারকে মনোবিজ্ঞানের গুরুত্ব বিবেচনা করে, মানুষের সামাজিক ও মানবিক উন্নয়ন দরকার। দেশ উন্নত হচ্ছে, এই উন্নয়ন ধরে রাখতে হলে মানুষের ভিতরে মনোবিজ্ঞানের এপ্রোচগুলো চর্চা করতে হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, যে মনোবিজ্ঞান বুঝবে, সে বিশ্ব জয় করতে পারবে। সে সফল হতে পারবে। চাকুরীর বাজারে মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের চাহিদা দিন দিন বেড়ে চলছে। সোনার ছেলেরা সোনার মানুষ হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা সফল হবে।
অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকার রানী সরকার, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক স্বার্থহীন মোল্লাহ, ড. সামসাদ আফরিন হিমি প্রমুখ।