১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৬
২০২৪ সালের ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা গ্রহণের তারিখ বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ইনকোর্স পরীক্ষা আগামী ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামূল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট পরীক্ষার উত্তরপত্র, হাজিরাপত্র ও ইনকোর্স নম্বরপত্রের হার্ডকপি গালাসিল করে পরিচালক, আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর ক্যাম্পাসে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে হাতে হাতে জমা দিতে হবে। ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র প্রেরণের অন্যান্য নিয়মাবলি পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী অপরিবর্তিত থাকবে।