১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪

সাজিদ হত্যা মামলার তদন্তভার পেল সিআইডি

সাজিদ হত্যার মামলা তদন্তভার পেল সিআইডি  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার তদন্তভার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর কাছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোঃ মেহেদী হাসান। তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়। যদিও সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পৌঁছাতে কিছুদিন সময় লেগেছে।

মামলা হস্তান্তরের আদেশটি স্বাক্ষর করেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান। আদেশে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মামলা নং-০২, তারিখ ৪/৮/২০২৫ — যা দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা হয়েছে — তা তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হলো।

আরও পড়ুন: রাকসু নির্বাচনে জোট নয়, পাঁচ ভিন্ন প্যানেলে ভাগ হলেন সাবেক ৯ সমন্বয়ক

এর মাধ্যমে আলোচিত এই হত্যা মামলার তদন্তে আরও গভীরতা ও পেশাদারিত্ব আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সাজিদ আব্দুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও ছাত্রসমাজের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তদন্তের দায়িত্ব সিআইডির হাতে গেলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হবে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা সম্ভব হবে।