জবি শিক্ষার্থীদের জন্য নতুন তিনটি বাস সংযোজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহন সংকট দূর করতে পরিবহনপুলে নতুন তিনটি বাস সংযোজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দুপুরে ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান টাটা বাস তিনটি উদ্বোধন করে বাসের চাবি পরিবহণ প্রশাসক আবদুল্লাহ্-আল-মাসুদের কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
টাটা কোম্পানি নির্মিত ৫২ সিটের বাস তিনটির রুট সম্পর্কে পরিবহণ প্রশাসক আবদুল্লাহ্-আল-মাসুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আপাতত একটি বাস মালিবাগ রুটে, একটি মিরপুর ১ - টেকনিক্যাল রুটে চলবে। অপর বাসটির আগামী মাসে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী রুট নির্ধারণ করা হবে। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে।