২৩ এপ্রিল ২০১৯, ২০:০৮

জবিতে যৌন নিপীড়ন বিরোধী শিল্পকর্ম প্রদর্শনী

প্রদর্শনীতে যৌন নিপীড়নের স্বরুপ দেখানো হচ্ছ।  © ফারহানা খানম রুপা

যৌন নিপীড়নের প্রতিবাদ স্বরূপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক ইউনিয়নের উদ্যোগে যৌন নিপীড়ন বিরোধী শিল্পকর্ম ও কার্টুন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেক শুরু করে প্রধান গেটের অর্ধেক পর্যন্ত দেয়ালের পাশে যৌন নিপীড়ন বিরোধী এ শিল্পকর্ম প্রদর্শন করা হয়।

সমাজের অসামাজিক পুরুষতন্ত্রের মুখোশ উম্মোচনে প্রতিবাদের প্রতিচ্ছবি। ছবি: ফারহানা খানম রুপা

বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনীতে চিত্রগুলো দ্বারা যৌন নিপীড়ন বন্ধের আহবান জানানো হয়েছে। চিত্রগুলোতে নারীদের বিভিন্ন প্রতিবাদী চরিত্রের পাশাপাশি পুরুষদের বিকৃত যৌন মানসিকতা বন্ধের আহবান জানানো হয়েছে। চিত্রগুলোর একটিতে দড়ি দিয়ে নারীর হাত বাধা অবস্থায় দেখানো হয়েছে। সেখান থেকে রক্ত ঝড়তে দেখা যাচ্ছে। এর মাধ্যমে বুঝানো হয়েছে মেয়েটি যৌন আক্রমণের স্বীকার।

যৌনাঙ্গের বিভিন্ন প্রদর্শনীতে প্রতিবাদ।  ছবি: ফারহানা খানম রুপা

জবি সাংস্কৃতিক ইউনিয়নের কর্মী ১১তম ব্যাচের চারুকলা বিভাগের সাবাব আলম সানি বলেন, সমগ্র বাংলাদেশে যৌন নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রচেষ্টায় শিল্পকর্মের মাধ্যমে আমরা এর প্রতিবাদ করছি। কারণ, আমরা বিশ্বাস করি যৌন হয়রানি জঘন্য ও ঘৃণ্যতম অপরাধমূলক কাজ। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা একসাথে শিল্পকর্মের মাধ্যমে ধর্ষকদের সাথে কি ধরনের আচরণ করা উচিৎ তা তুলে ধরার চেষ্টা করেছি।