২৩ এপ্রিল ২০১৯, ১৪:৪৫

‘বেলা তুমি বিয়ে করে ফেলো, আমি সেশনজটে আটকে গেছি’

  © টিডিসি ফটো

পাঁচ দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেখানে নানা অনিয়মের অভিযোগ এনে তা সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এরইমধ্যে অনেকে প্রতিবাদের অভিনব পদ্ধতিও গ্রহণ করেছেন। তবে এরমধ্যে একটি ছবি দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ওই ছবিতে দেখা গেছে, ‘বেলা তুমি বিয়ে করে ফেলো, আমি সেশনজটে আটকে গেছি’ লেখা পোস্টার নিয়ে এক ছাত্র ঘুরে বেড়াচ্ছেন নীলক্ষেত মোড়ে। তবে ওই ছাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাত কলেজের শিক্ষার্থীরা বড় সেশন জটের মুখে পড়ে গেছেন। ফলে তাদের স্বাভাবিকের চেয়ে লম্বা সময়ের প্রয়োজন হচ্ছে পড়াশোনা শেষ করতে। এছাড়া চাকরির জন্যও কয়েক বছর ব্যয় হচ্ছে। 

এই দীর্ঘ সময়ের কারণে অনেকের পছন্দের মানুষের বিয়ে হয়ে যাচ্ছে। অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে করতে পারছেন না। ওই ছাত্র বেলা চরিত্রের মাধ্যমে সেশন জটের সে বিষয়টিই তুলে ধরতে চেয়েছেন বলে তারা জানিয়েছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুর রহিম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুপুরে নীলক্ষেতে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও তা মানেননি আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে সেখানে কথা বলার পাশাপাশি লিখিত আশ্বাস চান বলে জানিয়েছেন।

পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজধানীর নীলক্ষেত মোড় ছাড়বেন না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বেলা একটার দিকে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর আব্দুর রহিম। এসময় তিনি নিয়মিত এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের কারণে সমস্যা হচ্ছে বলে জানান।

তিনি বলেন, দু’ধরনের শিক্ষার্থীদের অবস্থা দু‘রকমের। এক্ষেত্রে নতুনদের কোন সমস্যা হবে না। কিন্তু যারা এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কনভার্ট হয়ে এসেছেন, তাদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

তবে শিক্ষার্থীদের দাবি, সহকারী প্রক্টর নয়, সেখানে তারা ভিসির সঙ্গে সমস্যার সমাধানের ব্যাপারে কথা বলতে চান। এসময় সহকারী প্রক্টর তাদেরকে জানান, সব সমস্যা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে। সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তা মানেননি। ভিসি না আসা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে তারা জানিয়েছেন।

ঢাকা কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আশিক বলেন, ‘লিখিত অভিযোগ দিতে দিতে জীবন শেষ। ব্যবস্থার কোন উদ্যোগ নেই। ভিসি নিজে এসে সমস্যার সমাধান করে যাবেন।’

ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী মিলি বলেন, ‘আর কোন আশ্বাস নয়, আমরা লিখিত সমস্যার সমাধান চাই।’

এর আগে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পাঁচ দফা দাবিতে এ আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল সহকারে গিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।