চবিতে সংঘর্ষ: প্রশাসনের ব্যর্থ ব্যক্তিদের পদত্যাগের দাবিতে ছাত্রদলের মশাল মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রক্টররিয়াল বডিসহ প্রশাসনের ব্যর্থ ব্যক্তিদের পদত্যাগ ও সন্ত্রাসীদের বিচার দাবিসহ আহতদের উন্নত চিকিৎসা, ক্ষতিপূরণ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করেছে শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে জিরো পয়েন্ট থেকে শুরু হয় এ মশাল মিছিল। পরে কাটা পাহাড় রোড় হয়ে প্রশাসনিক ভবনের সামনের গিয়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা ‘দফা এক দাবি এক, প্রক্টরের পদত্যাগ’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এসময় যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।
মিছিলে ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, এ প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা যদি দায়িত্ব থেকে পদত্যাগ না করে তাহলে ছাত্র সমাজকে নিয়ে আমরা পদত্যাগ করাতে বাধ্য করব। প্রধান উপদেষ্টার ক্যাম্পাসেই শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ এসব ব্যক্তিদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দিন।
শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। প্রশাসন নিরাপদ ক্যাম্পাস না দিয়ে নিয়োগ বাণিজ্য ব্যস্থ। উপাচার্য মহোদয় বিশ্বমানের বিশ্ববিদ্যালয় নির্মাণের কথা বললেও নিরাপত্তা দিতে ব্যর্থ। এ ব্যর্থ প্রশাসনের দ্রুত পদত্যাগ চাই।