বঙ্গবন্ধু নভোথিয়েটার ও বিটাক ভবনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যানার টানালেন শিক্ষার্থীরা
অবকাঠামোগত সংকট নিরসনসহ তিন দফা দাবি বাস্তবায়নের আন্দোলনে সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে নির্মাণাধীন বঙ্গবন্ধু নভোথিয়েটার ও বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ভবনে বিশ্ববিদ্যালয়ের ব্যানার টাঙিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন নির্মাণাধীন বঙ্গবন্ধু নভোথিয়েটারে ব্যানার ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে একইভাবে সংলগ্ন বিটাক ভবনেও তারা ব্যানার টাঙান।
নভোথিয়েটারের ব্যানারে লেখা ছিল, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০৩’ এবং বিটাক ভবনের ব্যানারে লেখা ছিল, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল’।
চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো অন্তত দুই ঘণ্টা ঢাকা–কুয়াকাটা মহাসড়কে অবস্থান নেন।
আরও পড়ুন: মধ্যরাতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফুল মোল্লা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সংকট সমাধানের দাবি জানাচ্ছি। কিন্তু সরকারের কোনো উদ্যোগ নেই। তাই বাধ্য হয়ে আমরা দুটি ভবন দখল করলাম। একটি ভবনে ক্লাস করব, আরেকটিকে আবাসিক হলে রূপান্তর করব। আমাদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ভবন ছাড়ব না।’
আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম সাহেদ বলেন, ‘এটা আমাদের প্রতিবাদের অংশ। আমরা চাই, নভোথিয়েটার ও বিটাক ভবন বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হোক।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন। ইতিমধ্যে সরকার ফিজিবিলিটি টেস্টের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। কাজও শুরু হয়েছে। তবে আবেগের জায়গা থেকে তারা ব্যানার টাঙিয়ে থাকতে পারেন। খুব শিগগিরই বিষয়টি নিয়ে প্রশাসন আলোচনায় বসবে।’