সা’দত কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
বঙ্গের আলিগড়-খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর আয়োজন করা হয়। বুধবার (২৭ আগস্ট) কলেজ মাঠে সকাল ১০টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুব্রত কুমার সাহা (উপাধ্যক্ষ, সরকারি সা’দত কলেজ), মো. আবদুল্যাহ তালুকদার (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ)।
স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহিদুজ্জামান (সদস্যসচিব, আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫)।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন (বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ ও আহ্বায়ক আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫)। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধানরা ও শিক্ষকমণ্ডলী।
প্রধান অতিথি মো. মনিরুজ্জামান মিয়া বলেন, ‘আজকের এই খেলা বারবার মনে করিয়ে দিচ্ছে ছোটবেলার স্মৃতিকে। তখন খেলার তেমন আয়োজন ছিল না। এই আন্তঃবিভাগ খেলাধুলা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সব বিভাগের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তুলবে এবং সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করবে। সরকারি সা’দত কলেজে একটি আদর্শ ফুটবল টুর্নামেন্ট করার মাধ্যমে যাতে সবার কাছে অনুসরণযোগ্য করে তুলতে পারি সেই লক্ষ্য নিয়েই আমরা আজকের খেলা উদ্বোধন করতে যাচ্ছি।’
বিশেষ অতিথি অধ্যাপক সুব্রত কুমার সাহা বলেন, ‘মেধা ও মননের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আমরা সবার সহযোগিতার মাধ্যমে সুষ্ঠুভাবে খেলার পরিসমাপ্তি ঘটাতে সমর্থ হব।’
পরিশেষে অত্র ফুটবল প্রতিযোগিতার আহ্বায়ক এবং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন বক্তব্যের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানান। এরপর তিনি বলেন, ‘ফুটবল খেলা নান্দনিক খেলা, কৌশলের খেলা, উদ্দীপনার খেলা, আনন্দের খেলা। আমরা এই খেলা থেকে আনন্দ পেতে চাই, নান্দনিকতা দেখতে চাই।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথমে উদ্ভিদবিদ্যা বিভাগ বনাম অর্থনীতি বিভাগ এবং পরে হিসাববিজ্ঞান বিভাগ বনাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর খেলা অনুষ্ঠিত হয়।