এবারো সভাপতি পদে হারলো আওয়ামীপন্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি কার্যকরী সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ তথা আওয়ামীপন্থী হলুদ প্যানেল সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বেশীরভাগ পদে জয় লাভ করেছে। তবে পদের সংখ্যা বেশি হলেও গতবারের ন্যায় এবারো সভাপতি পদে সাদা দলের কাছে হেরেছে আওয়ামীপন্থী হলুদ দল। অপরদিকে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের সাদা প্যানেল সভাপতি ছাড়া মাত্র ৪টি পদে জয় পেয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জুবেরি ভবন দক্ষিণ লাউঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার ড. এ বি এম হামিদুল হক। এতে মোট ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৫টি পদে জয় লাভ করেছে সাদা প্যানেল। অন্যদিকে সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে হলুদ প্যানেল।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ফারুকী ও সাধারণ সম্পাদক পদে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ড. ফারুকী ভোট পেয়েছেন ৫০৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলুদ প্যানেলের ড. ফরহাদ হোসেন পেয়েছেন ৪৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ড. আশরাফুল ইসলাম খান ভোট পেয়েছেন ৪৯০। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের ড. আমিনুল ইসলাম ভোট পেয়েছেন ৪৬৪।
হলুদ প্যানেলের অন্যান্য বিজয়ীরা:
হলুদ প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন, সহ-সভাপতি পদে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মো. সাইয়েদুজ্জামান মিলন, কোষাধ্যক্ষ প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রেজিনা লাজ, যুগ্ম-সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোজ্জাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল), সদস্য পদে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ-২, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ শামসুল আরেফিন, এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশনের অধ্যাপক ড. এ. এম. শহীদুল আলম লিটন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম রয়েল, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান শামীম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম মাহমুদুল হক টুটুল।
সাদা প্যানেলের অন্যান্য বিজয়ীরা:
অন্যদিকে সাদা প্যানেল থেকে বিজয়ীরা হলেন, সদস্য প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম-২, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলতাফ হোসেন-১, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, ফিসারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন।