সময়োপযোগী মানসম্মত শিক্ষায় এগিয়ে জাককানইবি আইন বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। শুরুতে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় নামে পরিচিত পেলেও বিভিন্ন সাধারণ বিভাগের অন্তর্ভুক্তির কারণে এখন সাধারণ বিশ্ববিদ্যালয় নামেই পরিচিত। এই ধারাবাহিকতায় ২০১৬ সালে চালু হয় আইন ও বিচার বিভাগ। শুরু থেকেই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাজে কর্মে সুনিপুণ অভিজ্ঞতা ও মেধার পরিচয় দিয়ে আসছে।
আইন ও বিচার বিভাগে বর্তমানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী স্নাতক পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বর্তমান সময় উপযোগী একাডেমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে এবং প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে যোগ্য ও দক্ষ করে তোলার জন্য বিভাগটির রয়েছে নিজস্ব ডিবেটিং ক্লাব, স্পোর্টিং ক্লাব এবং কেইস স্টাডি ক্লাব। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিনোদন ও উৎসাহিত করতে বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবে খেলাধুলা, শিক্ষা সফর, সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করে আসছে। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আইন ও বিচার বিভাগ নিয়ে অত্যন্ত আশাবাদী। ভবিষ্যতে রাজনীতি ও দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী।
বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয় বলেন ভালোবাসার বিভাগ আইন ও বিচার বিভাগ। স্যারদের নিরঙ্কুশ প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাচ্ছে বিভাগকে। ইতিমধ্যে আমাদের বিভাগ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নানা ধরনের এক্সটা কারিকুলাম এক্টিভিটিস এ অংশগ্রহণ করে কৃতিত্ত্ব অর্জন করছে। আমাদের আইন বিভাগ সেশনজট বিহীন ভাবে এগিয়ে যাচ্ছে আমাদের স্বপ্ন পূরণের দিকে। স্যারদের উপর বিশ্বাস রেখে বলতে পারি আমাদের বিভাগ এভাবেই এগিয়ে যাবে।
প্রথম বর্ষের শিক্ষার্থী তয়ুব শাহানুর বলেছেন আইন বিভাগ মানেই আলাদা একটি আবেগের জন্মদেয়। আইন পরিবারের অংশ হতে পারা প্রত্যেকের কাছেই সৌভগ্যের বিষয়। আমিও এর অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
আশাকরি সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে আইন ও বিচার বিভাগ অনেক দূর এগিয়ে যাবে এবং এগিয়ে নিয়ে যাবে সমগ্র বিশ্ববিদ্যালয়কে।
নব্য নিয়োগ প্রাপ্ত প্রভাষক আসাদুজ্জামান নিউটন ও ইকরামুল হক আশিক; তাদের ভাষ্যমতে বিভাগের শিক্ষকমন্ডলীরা অত্যন্ত সহযোগী এবং শিক্ষার্থীদের নিয়েও তারা অত্যন্ত আশাবাদী। আইন পরিবারের অংশ হতে পেরে তারা সন্তুষ্ট বলে জানিয়েছেন।
আইন বিভাগের সহকারী অধ্যাপক ইরফান আজিজ বলেন, আমরা বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্বেও আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের সবোর্চ্চটা দেওয়ার চেষ্টা করে থাকি। শিক্ষার্থীদের জন্যই বিভাগের নিজস্ব সেমিনার লাইব্রেরীতে বই বৃদ্ধির বিষয়টি সবসময় বিবেচনায় রাখি। তাছাড়া ক্লিনিক্যাল পদ্ধতিতে শিক্ষাপ্রদান এবং মুট কোর্ট ইত্যাদিতে ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে মান সম্মত সময়োপযোগী করে গড়ে উঠতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আহসান কবীর বলেন, শুরুতে তিন জন শিক্ষক নিয়ে বিভাগ শুরু করেছিলাম। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার পরও বিভাগে কোনো সেশনজট রাখি নাই। আমরা শিক্ষকরা শিক্ষার্থী বান্ধব। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটির জন্য বিভিন্ন কমিটি গঠন করেছি। শিক্ষার্থীরা যাতে সময় উপযোগী মানসম্মত শিক্ষা পায় সেই জন্য কাজ করে যাচ্ছি।